ঢাকা, ২২ জানুয়ারি বুধবার, ২০২৫ || ৯ মাঘ ১৪৩১
good-food
৮৮

জিরো পয়েন্টে আ.লীগের পাল্টা কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধীদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৬ ৯ নভেম্বর ২০২৪  

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ এ কর্মসূচি পালন করা হবে। শনিবার (৯ নভেম্বর) রাত ৮টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ ও টেলিগ্রামে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

 

এর আগে আওয়ামী লীগের সমাবেশ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুকে স্ট্যাটাসে বলেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

 

এর আগে শহীদ নূর হোসেন স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার বেলা ৩টায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করা হয়।