ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫২১

জীবনে সুখ নেই : পুতিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:১৬ ১৮ জুন ২০২১  

সুইজারল্যান্ডের জেনেভায় মুখোমুখি বৈঠকে বসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুদেশের  টানাপড়েনের মধ্যে এ বৈঠক নিয়ে অনেকেরই কৌতূহল ছিল।  বৈঠকের পর উভয় নেতা সাংবাদিক সম্মেলন করেন। পুতিনের কাছে সংবাদিকরা জানতে চান- বৈঠকে দুই নেতার মধ্যে বিশ্বাস বাড়িয়েছে কিনা? এ প্রশ্নে জবাবে পুতিন কিছুটা দার্শনিকতার কৌশল নেন। আশ্রয় নেন রুশ সাহিত্যের। পুতিনের ভাষায়, লিও তলস্তয় একবার বলেছিলেন- জীবনে সুখ নেই, আছে শুধু এর ঝলক।  পুতিন বলেন, আমি মনে করি  এই পরিস্থিতিতে কোনো ধরনের ফ্যামিলি ট্রাস্ট থাকতে পারে না। তবে আমার মতে, আমরা এর কিছুটা ঝলক দেখেছি।’

বৈঠকের পর বাইডেনের প্রশংসা করেন পুতিন। তাকে অভিজ্ঞ রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করেন। বৈঠকে পুতিনের বিরোধী নেতা আলেক্সি নাভালনি ইস্যুতে দুই নেতার মধ্যে কথা হয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর