ঢাকা, ০৮ সেপ্টেম্বর রোববার, ২০২৪ || ২৪ ভাদ্র ১৪৩১
good-food
১০০

জুনে রেমিট্যান্সে রেকর্ড, ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৪:৩৯ ২ জুলাই ২০২৪  

রেমিট্যান্স প্রবাহ ব্যাপক চাঙা হয়েছে। সদ্য বিদায়ী জুনে দেশে প্রবাসী আয় এসেছে ২৫৪ কোটি মার্কিন ডলার। গত প্রায় ৪ বছরের মধ্যে যা সর্বোচ্চ। সোমবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, সদ্য সমাপ্ত মাসে রেমিট্যান্স পৌঁছেছে ২ দশমিক ৫৪২ বিলিয়ন বা ২৫৪ কোটি ২০ লাখ ডলার। গত প্রায় ৪ বছরের মধ্যে তা সর্বোচ্চ। এর আগে এক মাসে সর্বাধিক ২৫৯ কোটি ৮২ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল ২০২০ সালের জুলাইয়ে।

 

গত মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে যা সবচেয়ে বেশি। এছাড়া সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় পৌঁছেছে ২৩ দশমিক ৯১৫ বিলিয়ন বা ২ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার।

 

অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, গত জুনে কোরবানির ঈদ ছিল। একে ঘিরে পরিবার-পরিজনদের কাছে বেশি করে অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। অন্যান্য মাসের তুলনায় যা অধিক। ফলে রেমিট্যান্স বেড়েছে।

 

তারা আরো বলেন, কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক এক লাফে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করেছে। ফলে বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে। এতে রেমিট্যান্স পালে সুবাতাস লেগেছে। দেশের অর্থনীতি ও রিজার্ভের জন্য যা ইতিবাচক ভূমিকা রাখছে।

 

গত মে মাসে দেশে এসেছিল ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে পৌঁছেছিল যথাক্রমে ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার, ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার, ২১৬ কোটি ৬০ লাখ ও ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। 

 

এছাড়া গত ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আর গত নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইতে আসে যথাক্রমে ১৯৩ কোটি ৪০ হাজার, ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার, ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, ১৫৯ কোটি ৯৪ লাখ, ৫০ হাজার ও ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।