ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৫৫

জেনে নিন উইন্ডোজ ৭ সেটআপ দেওয়ার পদ্ধতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০০ ২৭ জানুয়ারি ২০২১  

উইন্ডোজ এক্সপি’র পরে উইন্ডোজ ৭ মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। আপনারা যারা উইন্ডোজ ৭ সেটআপ করতে অন্যের দারস্থ হন তাদের জন্য রইল পদ্ধতি। উইন্ডোজ ৭ সেটআপ দেওয়ার পদ্ধতি সচিত্র দেওয়া হলো। এটি করার জন্য আপনার কম্পিউটার/ল্যাপটপে কমপক্ষে যা থাকা প্রয়োজনঃ

 

১. 1 GHz Processor
২. 512MB RAM
৩. 20GB in C Drive

 

শুরু করুন উইন্ডোজ ৭ সেটআপ

সতর্কতাঃ উইন্ডোজ ৭ সেটআপের আগে C Drive/Desktop/Doc**ents এর সব গুরুত্বাপূর্ণা File অন্য Drive সরিয়ে রাখুন। কারণ এর ফলে ওই সব জায়গার সকল File চিরতরে হারিয়ে যাবে।

 

Step-1: BIOS (BASIC INPUT OUTPUT SYSTEM) Setup
Computer এর Power সুইচ টিপ দেওয়ার পর Display আসার সঙ্গে সঙ্গে F2/Del Key চেপে BIOS এ প্রবেশ করতে হবে। এখন Boot Option-এ গিয়ে 1st Boot : CD/DVD আর 2nd Boot : HD/Hard Disk করে দিতে হবে। F10 চেপে ও Y(Yes) চাপলে BIOS Save হবে এবং Computer restart হবে। MotherBoard এর কারণে BIOS এর ধরন ভিন্ন হতে পারে। তবে 1st Boot, 2nd Boot এর ব্যাপারটা সব ক্ষেত্রে সম্পূর্ণ একইরকম।

 

Step-2: Windows-7 Setup...

Computer restart হওয়ার সময় Press any key to boot from cd or dvd আসার সঙ্গে সঙ্গে Keyboard থেকে যেকোনও একটি Button চাপ দিন। press, Next এ Click করুন... Install Now তে Click করুন...I accept the license terms এ Click করে Next এ Click করুন...Windows 7 Home Ultimate এ Click করে Next এ Click করুন...


Custom এ Click করুন...Disk 0 Partition 2 তে Click করে Format করুন এবং Next এ Click করুন...শুরু হলো Installing Windows...Installing updates...installing updates শেষে ১০ সেকেন্ড পর Computer restart হবে...

 

Restart হচ্ছে

অপেক্ষা করুন। User Name ও Computer Name লিখে Next এ Click করুন...। ইচ্ছে করলে Password দিতে পারেন আবার নাও দিতে পারেন। Product key চাইবে! ভয় পাবেন না! Product key কে পাত্তা না দিয়ে Next এ Click করুন। Ask me later এ Click করুন... Computer এর ঘড়ির সময় ঠিক না থাকলে ঠিক করে Next এ Click করুন...Public Network এ Click করুন...