ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১০২৮

জোড়া মাথার শিশুদের নেয়া হচ্ছে হাঙ্গেরিতে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৬ ৪ জানুয়ারি ২০১৯  

পাবনার চাটমোহর উপজেলার আটলংকা গ্রামের স্কুলশিক্ষক রফিকুল ইসলাম তাসলিমা দম্পতির ঘরে জন্ম নেয়া জোড়া মাথার শিশুদের হাঙ্গেরি পাঠানো হচ্ছে। তাদের উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করবে সরকার।

শুক্রবার রাতের একটি ফ্লাইটে দুই শিশু তাদের বাবা-মাকে সঙ্গে নিয়ে হাঙ্গেরিতে রওনা হবেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন ইমাম ইমু। সেখানে তাদের তত্ত্বাবধান করবে জার্মানভিত্তিকফর বাংলাদেশ অর্গানাইজেশননামের সংগঠন।

দুপুরে বার্ন ইউনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম রাবেয়া-রোকাইয়ার বাবা-মার হাতে সপরিবারে হাঙ্গেরি যাওয়ার বিমানের টিকিট তুলে দেন।

রফিকুল তাসলিমা দম্পতির ঘরে জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেয় রাবেয়া রোকাইয়া। ২০১৬ সালের ১৬ জুন অপারেশনের মাধ্যমে জন্ম হয় তাদের।

এক বছর ধরে মাথা জোড়া লাগানো শিশু দুটি বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এর মধ্যে জার্মান হাঙ্গেরির দুই বিশেষজ্ঞ চিকিৎসক শিশু দুটিকে দেখেন। তারা হাসপাতালে দুই দফায় মাথায় এনজিওগ্রামের মাধ্যমে তাদের ব্রেইনের প্রধান রক্তনালী আলাদা করেন। এরপর শিশু দুটিকে হাঙ্গেরিতে নিয়ে চিকিৎসা করাতে আগ্রহ প্রকাশ করেন।

গত ২০ নভেম্বর ঢামেকে ভর্তি করানো হয় দুই শিশুকে।

ফিচার বিভাগের পাঠকপ্রিয় খবর