ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৪৫

জ্বালানি সঙ্কটের প্রতিবাদে উত্তাল লন্ডন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৪ ১৯ জুন ২০২২  

জ্বালানি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্কট যা দেশকে পঙ্গু করে দিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার লোক লন্ডনের রাস্তায় নেমেছে। প্রতিবাদকারীরা পোর্টল্যান্ড প্লেসের আশেপাশে জড়ো হয়েছিল এবং সরকারকে পদক্ষেপ নেয়ার এবং সমাজের সবচেয়ে দুর্বল ব্যক্তিদের সাহায্য করার আহ্বান জানিয়েছিল।

 জনতা মিছিল করে পার্লামেন্ট স্কয়ারের সামনে কয়েকজন বক্তব্য রাখেন। সমাবেশে বিক্ষোভকারীরা বিতর্কিত পুলিশ এবং অপরাধ বিলের সমালোচনা করেছেন যা ভবিষ্যতে এই ধরনের বিক্ষোভকে সীমিত করতে পারে বলে তাদের আশঙ্কা। জনসমাগমের মধ্যে ব্যানার দেখা যায়, ‘যুদ্ধ পরিহার করুন, কল্যাণ নয়’ এবং ‘ঘরে ঘরে জ্বালানির সঙ্কটের অবসান ঘটাও’।


  
স্লোগান ছিল, ‘বোমা না বানিয়ে সেবা করুন’, ‘রাগ করবেন না, সক্রিয় হোন’ এবং ‘অ্যাসাঞ্জকে মুক্তি দাও’। বিক্ষোভ ওয়েস্টমিনস্টারের দিকে যাওয়ার সময় ভিড়ের মধ্যে বিক্ষোভকারীদের শিস, উল্লাস এবং হাততালি শোনা যায়।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর