ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৬৮৬

জয়পুরহাটে ৪ শিশুকে যৌন নিপীড়ন, হুজুর গ্রেফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৬ ১৯ অক্টোবর ২০২০  

জয়পুরহাটে ৪ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আবদুর রশিদ (৪৫) নামের মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। 

 

সোমবার জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রশিদ ৪ শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেছে। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।

 

অভিযোগকারী জানান, গেল ৮ মাস ধরে ওই শিক্ষকের কাছে কোরআন শিক্ষা গ্রহণ করতো আমার মেয়ে। বরাবরের মতো গেল রোববার সকালেও অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে তার কাছে যায় সে। এক পর্যায়ে পড়া না পাড়ার অভিযোগে মেয়েটির বিভিন্ন গোপনাঙ্গে হাত দেয় ওই হুজুর। এমনকি তাকে জড়িয়ে ধরে ও।

 

পড়াশোনা শেষে বাড়ি ফিরে আমার মেয়ে আমাকে সবকিছু খুলে বলে। পরে  অন্যান্য ছাত্রীর অভিভাবককে নিয়ে ওই মাদ্রাসায় যায় আমরা। সেখানে আরো ৩ ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করে।

 

এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ রাতেই শিক্ষক রশিদকে গ্রেফতার করে।

 

ওসি শাহরিয়ার খান বলেন, দুপুরের পর আদালতের মাধ্যমে অভিযুক্ত ওই হুজুরকে জেলহাজতে পাঠানো হবে।

 

মামলা সূত্রে জানা যায়, গতকাল ৪ শিশু শিক্ষার্থী মাদ্রাসায় যায়। ছুটির পর তাদের একটি কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করে শিক্ষক রশিদ। নির্যাতনের শিকার এক শিশুর অভিভাবক বাদী হয়ে রাতে জয়পুরহাট থানায় মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই হুজুরকে গ্রেফতার করে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর