ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৮০০

ঝিনাইদহ-৩ ঐক্যফ্রন্ট প্রার্থী মতিয়ার গ্রেফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩২ ২৬ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ও জামায়াত নেতা ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার ভোরে রাজধানীর রায়ের বাজার এলাকায় মেয়ের বাসা থেকে অধ্যাপক মতিয়ার রহমান ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানিয়েছেন, ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় বোমা হামলা ও পুলিশের ওপর হামলার পরিকল্পনা রয়েছে। এছাড়া আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলাসহ ২৭টি মামলা রয়েছে জামায়াত নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে। তার স্ত্রীর বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে। 

হাসানুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরেই তাকে খোঁজা হচ্ছিল। দীর্ঘ তল্লাশির পর আজ ঢাকা থেকে ভোরে তাকে ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের খুব কম সময়ের মধ্যে ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে।