ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৪০

টাইটানের সবাই মারা গেছেন: ওশেনগেট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৫ ২৩ জুন ২০২৩  

আটলান্টিক মহাসাগরে হারিয়ে যাওয়া ডুবোযান টাইটানের পাঁচ অভিযাত্রীর কেউই আর বেঁচে নেই— এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ডুবোযানটির পরিচালনাকারী সংস্থা ওশেনগেট।

 

এ ব্যাপারে বৃহস্পতিবার (২২ জুন) সংস্থাটি বলেছে, ‘আমরা এখন বিশ্বাস করছি আমাদের সিইও স্টকটন রাসম, শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান দাউদ, হামিস হার্ডিং এবং পল-হেনরি নারগোলেট দুঃখজনকভাবে হারিয়ে গেছেন।’

 

‘তারা সত্যিকারের অভিযাত্রী ছিলেন— যারা অ্যাডভেঞ্চার, গভীর সমুদ্রে অনুসন্ধান এবং বিশ্বের সমুদ্র রক্ষায় একটি স্বতন্ত্র বিশ্বাসে একমত পোষণ করতেন। এই কঠিন সময়ে এই পাঁচজন ও তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আমরা এই মৃত্যুতে শোক জানাচ্ছি।’

 

সংস্থাটি আরও জানিয়েছে, এই সময়টি তাদের জন্য খুবই কঠিন।

 

আটলান্টিক মহাসাগরের নিচে ডুবোযানটির ধ্বংসাবশেষের কিছু অংশ খুঁজে পাওয়ার তথ্য জানানোর পরই এমন বিবৃতি দিয়েছে ওশেনগেট।

 

গত রোববার দুইজন ক্রু এবং তিনজন সাধারণ যাত্রীসহ আটলান্টিক মহাসাগরে ডুব দেয় ওশেনগেটের ডুবোযান টাইটান। উদ্দেশ্য ছিল সাগরের ১২ হাজার ফুট নিচে পড়ে থাকা জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখা। কিন্তু এই যাত্রা শুরুর মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট পরই ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর