ঢাকা, ১৬ অক্টোবর বুধবার, ২০২৪ || ১ কার্তিক ১৪৩১
good-food
৯২

টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে যা বললেন আশরাফুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৯ ৫ অক্টোবর ২০২৪  

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। তবে বিশ্বকাপের ম্যাচগুলোয় পারফর্ম করতে না পারায় তার বেশ সমালোচনা হয়েছে। এরই মাঝে আবার ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। তাই সেই বিতর্ক নতুন করে দেখা দিয়েছে। অভিজ্ঞ এই অলরাউন্ডার ভারত সিরিজেই অবসরের ঘোষণা দেবেন কি না উঠেছে সেই প্রশ্নও।

 

আসন্ন ভারত সিরিজ শেষে টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহ সরে গেলে অবাক হবে না মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়কের মতে, সুযোগ থাকবে নতুনদের জন্য। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব নিতে হবে টপ অর্ডার ব্যাটারদের।

 

মাহমুদউল্লাহকে নিয়ে আশরাফুল বলেন, 'যদি এ সিরিজে মাহমুদউল্লাহ ভালো একটা ইনিংস খেলে এবং বাংলাদেশ জয় পায় তারপর সে বলে যে আমি টি-টোয়েন্টি থেকে সরে যাব এতে আমি অবাক হব না।'

 

এদিকে গতকাল (শুক্রবার) ভারতে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় মাহমুদউল্লাহ রিয়াদের অবসর প্রসঙ্গে। জবাবে শান্ত বলছিলেন, ‘আমি যতটুকু বুঝতে পারি, এই সিরিজটা রিয়াদ ভাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথাও বলেছেন। তবে এখনই আমি সবকিছু পরিষ্কার করছি না। আমি বিশ্বাস করি, বোর্ড নির্বাচকদের সঙ্গে এ নিয়ে একটা যোগাযোগ হবে।’

 

তিনি আরও বলেন, ‘মাহমুদউল্লাহ দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন। তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন। হয়তো কিছু ম্যাচ তিনি শেষ করতে পারেননি। এটি দিয়ে তার সামর্থ্য যাচাই করা যায় না।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর