ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
৩৯২

টিকা নিলেন পলক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৯ ২৮ জানুয়ারি ২০২১  

মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে ভ্যাকসিন নিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে তা নেন তিনি।

 

এর আগে নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত বুথে গিয়ে টিকা গ্রহণ করেন পলক। তিনি বলেন, একটি চক্রান্তকারী মহল টিকার বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে নিবন্ধন করে টিকা গ্রহণের জন্য ফ্রন্টলাইনারসহ সবার প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। 

 

করোনা টিকা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান পলক। তা গ্রহণ করার পর কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানান তিনি।


স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসময় উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর