ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
৪৪০

টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত কাজী হায়াৎ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪০ ১১ মার্চ ২০২১  

করোনায় আক্রান্ত হলেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। টিকা নেয়ার পরও তিনি স্বস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান । 

 

আসন্ন চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কাজী হায়াৎ। 
বুধবার  তিনি নিজে এফডিসিতে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দেন। তার কিছুক্ষণ পরই জানতে পারলেন যে, তিনি করোনায় আক্রান্ত।

 

কাজী হায়াৎ বলেন, গত ২ মার্চ আমি করোনার টিকা নিয়েছি। তারপর থেকে জ্বর আসে। ঘ্রাণশক্তি হ্রাস পাচ্ছিল। এ কারণে স্ত্রীসহ  ৮ মার্চ আমরা ল্যাবএইড হাসপাতালে করোনা পরীক্ষা করাই। বুধবার দুজনেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে। এখন আমরা পরিবারের সবাই হোম কোয়ারেন্টিনে আছি।

 

তিনি জানান, বর্তমানে বাসায় আছি। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর