ঢাকা, ২৪ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ১১ মাঘ ১৪৩১
good-food

টেলিভিশনে বিজ্ঞাপন প্রচারের সময়সীমা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৯ ২৩ জানুয়ারি ২০২৫  

টেলিভিশন (টিভি) চ্যানেলে ঘণ্টায় ৮ থেকে ১০ মিনিট বিজ্ঞাপন প্রচারের সময়সীমা নির্ধারণ চেয়ে ‘জাতীয় সম্প্রচার কমিশন’ গঠনের অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স সভাপতিকে বিবাদী করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে বিবাদীদের কাছে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার। সেটি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া নোটিশে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

 

তৈমুর আলম খন্দকার বলেন, বিশ্বের প্রতিটি রাষ্ট্রে টেলিভিশন চ্যানেলে সম্প্রচারের নীতিমালা আছে। এ দিয়ে অনুষ্ঠান, সংবাদ, নাটক, আলোচনা ইত্যাদির মধ্যে প্রতি ঘণ্টায় বিজ্ঞাপনের জন্য সময় নির্ধারণ করা আছে। কিন্তু বাংলাদেশে তা নেই। তাই চ্যানেল মালিকরা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ বিজ্ঞাপন প্রচার করেন। ফলেঅনুষ্ঠান উপভোগের পরিবর্তে দর্শক-শ্রোতাদের বিরক্তির সৃষ্টি হচ্ছে।

 

নোটিশে বলা হয়, এটি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে টেলিভিশন চ্যানেলে ঘণ্টাপ্রতি ৮ থেকে ১০ মিনিট বিজ্ঞাপন প্রচারের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণে কার্যকর ব্যবস্থা নেয়াসহ ‘জাতীয় সম্প্রচার কমিশন’ গঠনের অনুরোধ জানানো হলো। তেমনটি করতে ব্যর্থ হলে বিষয়টি জনস্বার্থ বিবেচনায় প্রতিকারের জন্য উপযুক্ত আদালতের আশ্রয় নেয়া হবে।

 

২০১৪ সালের ৫ আগস্ট সরকার ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪’ অনুমোদন করে। ওই নীতিমালার ৪.৫.১ অনুচ্ছেদে বলা হয়, বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত চর্চা ও যৌক্তিক বিরতির সময়সীমা অনুসরণ করতে হবে।

 

নোটিশে উল্লেখ করা হয়, পরিতাপের বিষয় কোনো চ্যানেলই এই নীতিমালা অনুসরণ করে না। বিজ্ঞাপন প্রচারের সময়সীমা নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা নেই। ফলে দর্শক-শ্রোতাদের ভোগান্তি বাড়ছে।

 

জাতীয় সম্প্রচার নীতিমালার ৬.১.১ অনুচ্ছেদে বলা হয়, আইনের মাধ্যমে স্বাধীন সম্প্রচার কমিশন গঠিত হবে। ৬.১.৩ অনুচ্ছেদে বলা আছে, এ কমিশন সম্প্রচারিত অনুষ্ঠান তথ্য ও বিজ্ঞাপন সংক্রান্ত মান সম্পর্কে জনগণের অভিযোগ গ্রহণ এবং তা নিষ্পত্তির ব্যবস্থা নেবে।