ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩০৫

ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ, গ্রেফতার ৩

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫২ ৪ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। এরই মধ্যে ওয়াশিংটন ডিসির রাস্তায় বিক্ষোভ-সমাবেশ করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বিরোধিরা। 

 

দেশটির রাজধানীর বিভিন্ন রাস্তায় মিটিং-মিছিল করেন শতশত মানুষ। যান চলাচল বন্ধ করে দেন তারা। মাঝে মধ্যে আতশবাজি ফুটান। বিক্ষোভকারীরা বলেন, 'আমরা যদি ন্যায়বিচার না পাই, তাহলে তারা শান্তিতে থাকতে পারবে না।'

 

অবশ্য শান্তিপূর্ণভাবেই ট্রাম্পের বিরুদ্ধে র‌্যালি করার চেষ্টা করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সমর্থকরা। তবে খবর পাওয়া গেছে, হোয়াইট হাউসের সামনে বিরূপ আচরণ প্রদর্শন করেন তারা। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

 

ওয়াশিংটন ছাড়া লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলিনা, পোর্টল্যান্ড, নিউইয়র্কে বিচ্ছিন্ন মিছিল হয়েছে। 

 

এর আগে অরাজকতা ও বিশৃঙ্খলার ভয়ে শহরগুলোর শত শত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন মালিকরা।

 

ডেমোক্র্যাটপন্থীদের অভিযোগ, জোর করে ক্ষমতা দখল করে থাকতে চাচ্ছেন ট্রাম্প। অথচ উল্টো দাবি করেছেন তিনি।

 

নিউইয়র্ক টাইমসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাইডেন ২২৭ ইলেকটোরাল ভোট জিতে এগিয়ে আছেন। অন্যদিকে ট্রাম্প জিতেছেন ২১৩ ইলেকটোরাল ভোট। তা সত্ত্বেও নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন তিনি। কারণ, এখনও লাখ লাখ ব্যালট পেপার গণনা বাকি রয়েছে।

 

এদিকে জয়ের ব্যাপারে আশাবাদী বাইডেনও। তিনি বলেন, তারা জয়ের পথেই আছেন। কারণ, এখনও বেশ কয়েকটি উল্লেখযোগ্য ব্যাটলগ্রাউন্ডের ফলাফল বাকি আছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর