ঢাকা, ০৭ এপ্রিল সোমবার, ২০২৫ || ২৪ চৈত্র ১৪৩১
good-food
৬৫

ট্রাম্পের শুল্ক আরোপ: বিশ্বব্যাপী শেয়ারবাজারে বিপর্যয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪২ ৪ এপ্রিল ২০২৫  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিটি দেশের জন্য পৃথক শুল্ক আরোপের ঘোষণার আশঙ্কায় কয়েকদিন ধরে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সোনার দাম। এতে সোনার দামে রেকর্ড সৃষ্টি হয়। ঘোষণার আগে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৩ হাজার ১৬২ ডলার ছাড়িয়ে যায়।

 

তবে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর সোনা বড় দরপতনের মধ্যে পড়েছে। একদিনেই প্রতি আউন্স সোনার দাম ৭০ ডলারের ওপরে কমে গেছে। একইসাথে বিশ্বব্যাপী শেয়ারবাজারে বড় বিপর্যয় দেখা গেছে। 


বুধবার থেকে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এশিয়ার শেয়ারবাজারে বড়সড় ধস নেমেছে এবং প্রায় সব রকম বাজারেই এই ঘোষণা প্রভাব ফেলেছে। 


ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক নাসডাক ফিউচার্স ৩.৩ শতাংশ পড়ে যায়, যার ফলে প্রযুক্তি খাতের সাতটি বড় কোম্পানির বাজার মূলধন প্রায় ৭৬০ বিলিয়ন ডলার কমে যায়। অ্যাপলের শেয়ারের দাম সবচেয়ে বেশি, ৭ শতাংশ পতিত হয়। এছাড়া এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স ২.৭ শতাংশ এবং ইউরোপিয়ান ফিউচার্স প্রায় ২ শতাংশ কমেছে।

 

যুক্তরাষ্ট্র, চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশের বাজারে নগন্য হলেও ক্ষমতার সংকট দেখা দিয়েছে। ট্রাম্পের ঘোষণার আগের দিন এশিয়ার শেয়ারবাজারগুলো ছিল চাঙ্গা।