ঢাকা, ২০ এপ্রিল রোববার, ২০২৫ || ৬ বৈশাখ ১৪৩২
good-food
১৬১৩

ট্রেনে চড়ে পদ্মা সেতু পার হবেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৫ ৯ অক্টোবর ২০২৩  

 অবশেষে মঙ্গলবার (১০ অক্টোবর)  থেকে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে  ট্রেন চলাচল শুরু হচ্ছে । সকাল ১০টায় মাওয়া রেল স্টেশনে পদ্মা সেতু দিয়ে রেল যোগাযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মাওয়া থেকে ট্রেন উঠে সেতু পার হবেন। 
এর মধ্যে দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ ফরিদপুরের মানুষের বহুল আকাঙ্ক্ষিত আরেকটি স্বপ্ন পূরণ হবে।

ঢাকা-যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার পথের পুরো কাজ শেষ না হওয়ায় এই দফায় ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর ট্রেনে চড়ে মাওয়া থেকে ভাঙ্গা যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে ভাঙা স্টেডিয়ামে  এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন ।


রেলকর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের দু সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।  রেলপথটি চালু হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রেল যোগাযোগ সহজ হবে।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, শুরুতে তিনটি স্টেশনে ট্রেন থামার ব্যবস্থা থাকছে। এগুলো হচ্ছে মাওয়া, পদ্মা (জাজিরা) ও শিবচর। মুন্সীগঞ্জের নিমতলা স্টেশনটি চালুর চেষ্টা চলছে।