ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮০১

ট্রেনে নিজস্ব ব্রান্ডের পানি সরবরাহ করবে রেলওয়ে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৩৩ ১৪ আগস্ট ২০২০  

রেলওয়ের সেবার মান বাড়াতে যাত্রীদের রেল পানি নামে নিজস্ব ব্রান্ডের  বোতলজাত খাবার পানি সরবরাহ করবে বাংলাদেশ রেলওয়ে। এজন্য বৃহস্পতিবার সরবরাহ কারী প্রতিষ্ঠানের সাথে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রেলওয়ে।


 
বৃহস্পতিবার রেলভবনে বাংলাদেশ রেলওয়ে ও সরবরাহকারী প্রতিষ্ঠান শ্যামলী ফুড এন্ড বেভারেজ প্রাইভেট লিমিটেড-এর মধ্যে চুক্তি সই হয়। এতে রেলওয়ের পক্ষে স্বাক্ষর করেন যুগ্ম মহাপরিচালক (অপারেশন) রাশিদা গনি এবং শ্যামলী ফুড এন্ড বেভারেজ প্রাইভেট লিমিটেড এর পক্ষ হতে এম ডি রমেশ চন্দ্র ঘোষ। 


চুক্তি অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন এমপি উপস্থিত ছিলেন।


এসময় রেল মন্ত্রী বলেন, রেল সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। নতুন নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে। সিঙ্গেল লাইনকে ডুয়েলগেজে রুপান্তর করা হচ্ছে। যাত্রী সেবাকে বাড়ানোর জন্য নানামূখী উদ্যোগ নেয়া হয়েছে। রেলওয়েতে একটি  নিজস্ব ব্রান্ডের পানি সরবরাহের ফলে এ সেবার মান বাড়বে বলে মন্ত্রী জানান। 


উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে যাত্রীগণকে ভ্রমণরত অবস্থায় খাদ্যদ্রব্য সরবরাহের জন্য নিজস্ব ক্যাটারিং সার্ভিস চালু আছে।  রেলওয়েতে নিজস্ব ব্র্যান্ডের বোতলজাত পানি সরবরাহ করার মাধ্যমে যাত্রীদের কাঙ্খিত পানির চাহিদা মেটানোর পাশাপাশি  রেলওয়েকে একটি ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি হবে। এ জন্য বাজারজাতকরণ প্রক্রিয়াকে সহজতর করতে দেশীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে রি ব্র্যান্ডিং করে রেলওয়ের নিজস্ব পানির ব্রান্ড “রেল পানি” প্রবর্তন করা হচ্ছে। এতে বাংলাদেশ রেলওয়ে রজস্ব আয়ের নতুন  দ্বার উন্মোচিত হবে। 


এব্যাপারে যুগ্ম মহাপরিচালক (অপারেশন) রাশিদা গনি জানান, এতদিন যাত্রীদের ভ্রমণের সময় পানি সংকটে পড়তে হত। এখন আর সে সংকট থাকবে না। এখন থেকে বাংলাদেশ রেলওয়ে নিজস্ব ব্রান্ডের রেলপানি সরবরাহ করবে। এই পানি ট্রেনের পাশাপাশি ছাড়াও সব স্টেশনের দোকানে বিক্রি হবে। 

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর