ঢাকা, ০৭ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৩ কার্তিক ১৪৩১
good-food
৩৩

ড. ইউনূসকে জার্সি উপহার দিল নারী দল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৮ ২ নভেম্বর ২০২৪  

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী নারী ফুটবল দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই দলকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় প্রধান উপদেষ্টার সামনে ট্রফি উপস্থাপন করেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। একইসঙ্গে তিনি ড. ইউনূসের হাতে নিজের নাম সংবলিত একটি স্মারক জার্সি তুলে দেন।

এরপর নারী ফুটবলারদের সঙ্গে ফটোসেশন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ২৩ ফুটবলারের পাশাপাশি ওই বহরে ছিলেন নারী দলের ম্যানেজার মাহফুজা অনন্যা এবং প্রধান কোচ পিটার বাটলার।

 বুধবার (৩০ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো এ শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ নারী দল। পরে তারা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফেরেন। সাবিনা খাতুন ও তার দলকে বরণ করতে ছাদখোলা বাস নিয়ে বিমানবন্দরে যাবে বাফুফে। সেখানে তারা জমকালো সংবর্ধনায় সিক্ত হন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নারী ফুটবলারদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং বেতনভাতার বিষয়ে সুরাহা করার আশ্বাস প্রদান করেন। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর