ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৪২

ডলারের মান কমেছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১১ ১ এপ্রিল ২০২৩  

টানা দ্বিতীয় প্রান্তিকে ডলারের পতন ঘটেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, আগামীতে সুদের হার বৃদ্ধি থেকে বিরত থাকতে পারে ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে প্রধান আন্তর্জাতিক মুদ্রার মান কমেছে।

 

মধ্য-মার্চে বিশ্বব্যাপী ব্যাংকিং খাতে অস্থিরতা সৃষ্টি হয়। এতে বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব পড়ে। সেই সংকট কেটে যাচ্ছে। এ পরিস্থিতিতে সবশেষ প্রান্তিকে ডলার সূচক নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৩ শতাংশ।  


বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, শুক্রবার (৩১ মার্চ) ইউরোর দাম বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি ইউরোর মূল্য স্থির হয়েছে ১ ডলার ০৯০৮ সেন্টে।

 

তবে ইয়েনের বিপরীতে ডলারের বিনিময় হার বেড়েছে। ডলারপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৩৩ দশমিক ০৭ ইয়েনে। স্টার্লিং ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। একটি বিক্রি হচ্ছে ১ ডলার ২৪০০ সেন্টে।

 

অস্ট্রেলিয়ার মুদ্রার মূল্যমান বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। এক অজি মুদ্রা বিকিয়েছে শূন্য দশমিক ৬৭২১ সেন্টে। এদিন নিউজিল্যান্ড মুদ্রারও মূল্য বেড়েছে। প্রতি কিউই মুদ্রার দাম দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬২৯৬ সেন্টে। গত ২ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ।

 

গ্রাহকদের উদ্দেশে লেখা এক নোটে সোসাইটে জেনারেলের বিশ্লেষকরা বলেন, ডলার একটা সীমার মধ্যে চলে আসতে পারে। ফেড সুদ হার বাড়ানো বন্ধ করলে ইউএস মুদ্রার আরও দরপতন ঘটবে।