ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৯০২

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৯ ২৫ ফেব্রুয়ারি ২০১৯  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে নিজেদের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

 

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানকে সহসভাপতি (ভিপি), শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান খন্দকার অনিককে সাধারণ সম্পাদক (জিএস) ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম সোহেলকে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি ৷

 

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী। ডাকসুর কেন্দ্রীয় সংসদের পাশাপাশি আবাসিক হলগুলোতেও নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে ছাত্রদল৷

 

University of Asia Pacificডাকসুর কেন্দ্রীয় সংসদে ২৫টি পদে আর হল সংসদগুলোতে ১৩টি পদে নির্বাচন হবে৷ ডাকসুর কেন্দ্রীয় সংসদে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে জাফরুল হাসান নাদিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মাকসুদুর রহমান, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে কানেতা ইয়ালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আশরাফুল আলম উজ্জ্বল, সাহিত্য সম্পাদক পদে মিনহাজ আহমেদ প্রিন্স, সংস্কৃতি সম্পাদক পদে কাইয়ূম উল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মনিরুজ্জামান মামুন, ছাত্র পরিবহন সম্পাদক পদে মাহফুজুর রহমান চৌধুরী ও সমাজসেবা সম্পাদক পদে তৌহিদুল ইসলাম ছাত্রদলের মনোনয়ন পেয়েছেন। ডাকসুর সদস্যপদে ছাত্রদলের মনোনয়ন পেয়েছেন হাবিবুল বাশার, আরিফ হোসেন, ইকবাল হোসাইন, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান, সাফায়াত হাসনাইন সাবিত, তানভীর আজাদী সাকিব, সুলতান মো. সালাউদ্দিন সিদ্দিক, মো. শরীফুল ইসলাম, ইমাম আল নাসের মিশুক ও আলমগীর হোসেন।

 

প্যানেল ঘোষণার সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার সাংবাদিকদের বলেন, ‘হলের বাইরে ভোটকেন্দ্র করা, পরিবেশ তৈরির জন্য নির্বাচন তিন মাস পেছানোসহ সাত দফা দাবি জানালেও প্রশাসন আমাদের দাবির ব্যাপারে কর্ণপাত করেনি। আমরা ডাকসু নির্বাচন চাই। তাই খুব স্বল্প সময়ের মধ্যে প্যানেল ঘোষণা করলাম। সাত দফা দাবিতে আমরা এখনো অনড় আছি। পরিবেশ নিশ্চিত করেই নির্বাচন দেওয়া হোক।