ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৬৩

ডায়মন্ডের মূল্য চড়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৫ ১৬ মার্চ ২০২৩  

২০২৩ অর্থবছরের চতুর্থ দরপত্র চক্রে ৭২ দশমিক ১ মিলিয়ন ডলারের ডায়মন্ড বিক্রি করেছে পেট্রা। হীরা বেচাকেনা করা বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড ডাফি বিষয়টি নিশ্চিত করেছেন।


বাণিজ্য বিষয়ক প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। রিচার্ড ডাফি বলেন, চলতি বছরের তৃতীয় দরপত্র চক্রের তুলনায় এবার ডায়মন্ড বিক্রি সাড়ে ১২ শতাংশ বেড়েছে। আগের চক্রেই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল।

 

তিনি বলেন, চীনে করোনা বিধিনিষেধ উঠে গেছে। ফলে দেশটি থেকে চাহিদা আসছে। সাম্প্রতিক হংকং ইন্টারন্যাশনাল জুয়েলারি শো’তে সেই প্রবণতা দেখা গেছে। বিশ্বের অধিকাংশ শীর্ষ ব্র্যান্ডগুলোর চাহিদা শক্তিশালী হয়েছে। ফলে ডায়মন্ডের বিক্রি বেড়েছে। মূল্যও চড়া হয়েছে। 

 

চলমান বছরের চতুর্থ দরপত্র চক্রে ৫ লাখ ৫ হাজার ৩৯৮ ক্যারট ডায়মন্ড বিক্রি করেছে পেট্রা। যার সার্বিক মূল্য ৭২ দশমিক ১ মিলিয়ন। এসময়ে ব্রিটেনের কোম্পানিটির খনি থেকে উজ্জ্বল ধাতুটির উত্তোলন ব্যাপক বৃদ্ধি পেয়েছে।