ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৯৮

ডায়াপারে কত ক্ষতি শিশুর?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৬ ১৪ মার্চ ২০২১  

সন্তানের জন্মের পরের মুহূর্ত থেকেই সদ্য হওয়া মায়ের নিজের স্বাস্থ্যের চেয়ে বেশি চিন্তাভাবনা শুরু হয় সদ্যোজাতকে নিয়ে। কীভাবে তাকে সবচেয়ে ভালো সুরক্ষাটা দেওয়া যায়-এটাই তার একমাত্র চিন্তার বিষয় হয়ে ওঠে। কিন্তু যেটা নিয়ে বেশিরভাগ মায়েরাই মাথা ঘামান না তা হলো ডায়াপার। 


অথচ এ আর্টিকেল পড়লে বুঝবেন, এটাই বেশি চিন্তার বিষয় সন্তানের সুরক্ষায়। তাছাড়া কাজের চাপ সবার এতটাই বেড়েছে, এমন ছোটোখাটো বিষয় নিয়ে মা-বাবা কেউই সেরকম মাথা ঘামানোর সুযোগ পান না।


তবে অধিকাংশ অভিভাবকরাই হয়তো এটা পড়লে চমকে উঠবেন, ডায়াপার নিয়ে আপনাদের অজ্ঞতার কারণে আপনারা নিজের অজান্তে ডেকে আনছেন আপনাদের শিশুর জন্য বড়সড় বিপদ। 


একটি ডায়াপার শিশুকে পরিয়ে আপনি এবং আপনার স্বামী ভাবছেন, শিশুটির রাতের ঘুম হয়তো নিশ্চিন্ত করতে পারলেন। কিন্তু বাস্তবে সেটা পরাতে পরাতে তার যে কি খারাপ অবস্থা হতে পারে তা হয়তো ভাবাও যায় না। জানেন কি, যে ডায়াপারটি আপনার শিশুকে পরাচ্ছেন, সেটা প্রস্তুত করার সময় ব্যবহার করা হয় সুগন্ধি এবং কিছু রাসায়নিক দ্রব্য, যা ওই ছোট্ট প্রাণের জন্য ক্ষতিকারক?


ডায়াপার দিয়ে শিশুর যে অংশ ঢেকে রাখা হচ্ছে, তা দীর্ঘক্ষণ বদ্ধ থাকার দরুন দেখা দিতে পারে নানাবিধ রোগ ব্যধি। দিল্লির একটি গবেষণা বিজ্ঞান সংস্থা জানিয়েছে, এটি ব্যবহারের ফলে শিশুদের শরীরের ঢাকা অংশে সৃষ্টি হতে পারে বিভিন্ন চর্মরোগ যেমন- এলার্জি, চুলকানি, ফুসকুড়ি এবং নানারকম অন্য সমস্যা।


আবার বাংলাদেশের বাজারে যেসব ডিসপোজেবল ডায়াপার বিক্রি হচ্ছে, তাতে ফ্যালেট জাতীয় রাসায়নিক থাকে, যা প্রভাবিত করে প্রতিটি শিশুর এনডোক্রিন হরমোন নিঃসরণকে। টক্সিক লিংকের গবেষণা বলছে, বিভিন্ন শিশুপণ্যে যেখানে সর্বাধিক বিষাক্ত ডিএইচপির ব্যবহার হয় নিয়ন্ত্রিত অথবা নিষিদ্ধ, সেখানে দেশে যেসব ডায়াপার বিক্রি হচ্ছে, সেগুলোতে মিলছে ২.৩৪ থেকে ২৬৪.৯৪ পিপিএম ফ্যালেট। 


শিশুদের রোমকূপ দিয়ে শরীরে ঢুকতে পারে ওই রাসায়নিক। বাংলাদেশে অন্য সব পণ্যের ব্যবহারের এবং প্রস্তুতের ক্ষেত্রে নির্দেশাবলী থাকলেও বাচ্চাদের ডায়াপারের ক্ষেত্রে এমন কোনো গাইডলাইন নেই।