ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫০১

ডিজেল-কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়লো

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৩ ৪ নভেম্বর ২০২১  

ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে সরকার। মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। রাত ১২টার পর থেকেই বাড়তি দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার শুধু ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারন করেছে। বাংলাদেশে যে পরিমাণ জ্বালানি তেল ব্যবহার হয়, তার ৭৩ শতাংশের বেশি ডিজেল। সড়ক ও নৌ পরিবহন, কৃষির সেচ পাম্পসহ নানা ক্ষেত্রে ডিজেলের ব্যবহার রয়েছে।
গত কিছু দিন ধরেই জ্বালানি তেলের দাম বাড়ানোর আলোচনা চলছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জালানি তেলের মূল্য ক্রমবর্ধমান। বিশ্ববাজারে ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বাজারে প্রায় সব জিনিসের মূল্যই বেড়েছে।

ডিজেল এবং কেরোসিনের মূল্য বৃদ্ধির অজুহাতে অন্যান্য পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।