ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৪৬

ডিবি থেকে হারুনকে সরিয়ে দেয়া হলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:১৭ ১ আগস্ট ২০২৪  

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। বুধবার (৩১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

 

এতে বলা হয়, ডিবি থেকে হারুনকে বদলি করা হয়েছে। ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে তাকে বদলি করা হলো।

 

একইসঙ্গে মহা. আশরাফুজ্জামানকে ডিবির দায়িত্ব দেয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ৬ সমন্বয়ককে হেফাজতে নেন ডিবিপ্রধান হারুন। পরে তাদের সঙ্গে খাওয়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন তিনি। এমন ঘটনাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন উচ্চ আদালত।   

 

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের প্রতিনিধিদের বৈঠকেও হারুন ইস্যুতে কথা বলেন শরিকরা। গত সোমবার (২৯ জুলাই) গণভবনে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে খাবার গ্রহণের ছবি ডিবির হারুনের ফেসবুক পেজে পোস্ট করার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর