ঢাকা, ২৮ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ১৪ পৌষ ১৪৩১
good-food
৮৯২

ডেঙ্গু: ঈদের ছুটিতে খোলা থাকছে গ্রামের কমিউনিটি ক্লিনিক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫০ ৯ আগস্ট ২০১৯  

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকা সত্ত্বেও দেশব্যাপী গ্রাম পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো খোলা থাকছে। ঈদে নাড়ির টানে যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, তাদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার থেকে (ঈদের দিন ছাড়া) আগামী ১৭ আগস্ট পর্যন্ত দেশের সব কমিউনিটি ক্লিনিক চালু থাকবে। এছাড়া সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো মশা নিধন কর্মসূচি প্রতিদিনই অব্যাহত রাখবে। এদিন এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
ঈদের ছুটির সময় যেন অফিস বা তার চারপাশে কোনও পানি জমে না থাকে; সেদিকে দৃষ্টি দিয়ে এডিস মশা ও লার্ভা নিধন কার্যক্রম নিয়মিত তদারকি করতে সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোকে ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অফিসিয়ালি নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকেও স্কুল কলেজসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রেখে ঈদের ছুটির দিনগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশনা দেয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। তথ্য বিবরণীতে আরো বলা হয়,দিনরাত ২৪ ঘণ্টায় ডেঙ্গু সংক্রান্ত সহায়তা পাওয়ার জন্য নিচের হটলাইনগুলো খোলা থাকবে।
ডেঙ্গু সংক্রান্ত সব পরীক্ষার নির্ধারিত মূল্য না মানলে অভিযোগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিম্নে উল্লেখিত হটলাইনে যোগাযোগ করারও আহবান জানানো হয়েছে। হটলাইন নং
০১৩১৪-৭৬৬০৬৯/০১৩১৪-৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬/০২-৪৭১২০৫৫৭।
দ্রুত সেবা, পরামর্শ, সেবা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ফোন নং।
স্বাস্থ্য সেবা বিভাগ: ৯৫৪০২০৬,হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার: ০১৭৫৯১১৪৪৮৮,যেকোনও সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের সেবা ০১৭০৮৫০৬০৪৭, ডেঙ্গু পরীক্ষার কিটের প্রয়োজনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কন্ট্রোল রুমের নং: ০১৭০৮৫০৬০৪৭;
প্রয়োজনীয় রক্ত সরবরাহে বাংলাদেশ স্কাউটসের সহায়তা কেন্দ্রের নং: ৫৮৩১২৪৭৫, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কল সেন্টার ০১৯৩২৬৬৫৫৪৪ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের  ফোন নম্বর: ০৯৬১১০০০৯৯৯।

ঈদ প্রস্তুতি বিভাগের পাঠকপ্রিয় খবর