ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৫৪

ডেঙ্গুর কিছু বিপজ্জনক লক্ষণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৪১ ১৩ আগস্ট ২০২১  

ডেঙ্গু জ্বরের উত্‍পত্তি ঘটে ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে। এই ভাইরাসের বাহক এডিস নামক স্ত্রী মশকী। এর কামড়েই ডেঙ্গু হয়। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ালে ৩-১৩ দিনের মধ্যে জ্বরে আক্রান্ত হতে পারেন।

 

সাধারণ ডেঙ্গুর লক্ষণ :

১. তীব্র জ্বর (১০৪°-১০৫° ফারেনহাইট এমনকি তার বেশি)
২. মাথাব্যথা ও চোখের পেছনে ব্যথা
৩. শরীরের অস্থি, কোমর, পিঠসহ অস্থিসন্ধি এবং মাংসপেশিতে তীব্র ও প্রচণ্ড ব্যথা অনুভূত হওয়া

 

৪. ক্লান্তিবোধ, অরুচি ও বমি বমি ভাব
৫. শরীরজুড়ে লালচে দানা দেখা যাওয়া

 

ডেঙ্গুর বিপজ্জনক লক্ষণ :

১. তীব্র পেটে ব্যথা
২. ক্রমাগত বমি হতে থাকা
৩. পেটে বা ফুসফুসে পানি জমা ও শ্বাসকষ্ট

 

৪. অতিরিক্ত দুর্বলতা, অবসাদ কিংবা অস্থিরতা
৫. চামড়া কিংবা মিউকাস ঝিল্লির নিচে রক্তক্ষরণ অথবা নাক, মুখ বা মলদ্বার থেকে তীব্র রক্তপাত
৬. যকৃত ২ সে.মি. এর বেশি বড় হয়ে যাওয়া

 

৭. রক্তে অণুচক্রিকার পরিমাণ দ্রুত কমে যাওয়া ও হেমাটোক্রিট দ্রুত বৃদ্ধি পাওয়া
৮. জন্ডিস হওয়া এবং প্রস্রাবের পরিমাণ কমতে থাকা
৯. রক্তচাপ হঠাত্‍ কমে যাওয়া

 

১০. নাড়ির স্পন্দন অত্যন্ত ক্ষীণ ও দ্রুত হওয়া
১১. শরীরের হাত-পা ও অন্যান্য অংশ ঠান্ডা হয়ে যাওয়া

 

ডেঙ্গু আক্রান্ত রোগীর সাধারণ ডেঙ্গুর উপসর্গের পাশাপাশি এ ধরণের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে। মূলত জ্বর কমে যাওয়ার পরই ডেঙ্গুর সংকটাপন্ন দশা শুরু হওয়ার আশঙ্কা থাকে।

 

তাই 'জ্বর কমে গেলেই রোগী সুস্থ হয়ে গেল'- এমনটি ভাবার কারণ নেই। যারা আগেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন; তাদের ক্ষেত্রে আবারও রোগটি হলে তা মারাত্মক হতে পারে।