ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৫৩

ডোনাল্ডের চোখে বিপিএলের সেরা বোলার যিনি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৯ ৯ ফেব্রুয়ারি ২০২৪  

বাংলাদেশের ক্রিকেটে যেসব কোচই এসেছেন, তাদের মাঝে খুব কমই এদেশে রেখে গিয়েছেন আত্মার সম্পর্ক। প্রায় সবারই বিদায় হয়েছে তিক্ত অভিজ্ঞতা নিয়ে। গর্ডন গ্রিনিজ বরখাস্ত হয়েছিলেন বিশ্বকাপের মাঝপথে, আবার অ্যালান ডোনাল্ডের মতো অনেকে বিদায় নিয়েছেন ভারাক্রান্ত মনে। তবে, দেশ থেকে চলে গেলেও ঠিকই পুরাতন শিষ্যদের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছিলেন ডোনাল্ড। 

 

ডোনাল্ডের সঙ্গে পেসারদের যোগাযোগ আছে কি না তা জানা না গেলেও বাংলাদেশের ক্রিকেটের খোঁজ ভালোভাবেই রাখেন তিনি। ঢাকাপোস্টের সঙ্গে আলাপকালে ডোনাল্ড জানিয়েছেন, বিপিএল নিয়ে ভাবনার কথা। নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের ব্যাটিং ব্যর্থতার কথা যেমন বলেছেন, তেমনি আলাপ করেছেন নিজের সাবেক শিষ্যদের নিয়েও। 

 

ডোনাল্ড নিজেই জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় বসে বিপিএল দেখার সুযোগ তার হয় না। সেখানে নেই বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজ লিগের সরাসরি সম্প্রচার। কিন্তু ডোনাল্ড তো বসে নেই। জানালেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে ঠিকই বিপিএলের খোঁজ রাখছেন তিনি। দেখছেন দেশি পেসারদের কার কী হাল। 

 

সাবেক এই প্রোটিয়া গ্রেটের মতে, শরিফুল ইসলামই এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা বোলার। ডোনাল্ড অবশ্য ভুল বলেননি। ৭ ম্যাচ শেষে ১৩ উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সেরা বোলার তিনিই। আছে হ্যাটট্রিক। একবার নিয়েছেন ৪ উইকেট। দুর্দান্ত ঢাকা চলতি আসরে যতটা বিবর্ণ, বল হাতে ঠিক ততটাই উজ্জ্বল শরিফুল। সাবেক টাইগার কোচের ভোটটাও তাই পাচ্ছেন তিনি। 

 

চলতি বিপিএলে দেশি পেসারদের মধ্যে শরিফুলই মূলত স্বান্তনা। এর বাইরে হাসান মাহমুদ ৭ ম্যাচে পেয়েছেন ৯ উইকেট। আর মুস্তাফিজের ঝুলিতে ৬ ম্যাচে জমা হয়েছে ৮ উইকেট। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর