ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৩৭

ড্রোন-বিমান ওড়াতে ৪৫ দিন আগে অনুমতি লাগবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৩ ২১ জুলাই ২০২০  

বাংলাদেশের আকাশসীমায় ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম এবং রিমোট কন্ট্রোলড খেলনা বিমান ওড়ানোর বিষয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর এ নির্দেশনার কথা জানিয়েছে।

এতে বলা হয়, কোনও ব্যক্তি,  সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থা এসব ব্যবহার করতে চাইলে উড্ডয়নের অন্তত ৪৫ দিন আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।

রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে এ নির্দেশনা দেয়া হয়। এদিন সস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয় এটি। তাতে বলা হয়, সম্প্রতি কিছু উৎসাহী ব্যক্তি, বেসামরিক প্রতিষ্ঠান ও সংস্থা (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান) বিনা অনুমতিতে বাংলাদেশের আকাশসীমায় ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম, রিমোট কন্ট্রোলড খেলনা বিমান, ঘুড়ি ইত্যাদি উড্ডয়ন করছেন।

এসব অননুমোদিত উড্ডয়নের ফলে নিয়মিত উড্ডয়নকারী বিভিন্ন অনুমোদিত যাত্রীবাহী দেশি-বিদেশি বিমান, হেলিকপ্টার এবং দ্রুতগতি সম্পন্ন সামরিক বিমানের সঙ্গে আকস্মিক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে এ ধরনের অননুমোদিত উড্ডয়ন রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি ঝুঁকি বলে বিবেচিত হচ্ছে। বাংলাদেশে বিদ্যমান আইনে তা শাস্তিযোগ্য অপরাধ।

নির্দেশনায় বলা হয়, কোনও ব্যক্তি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থাকে ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম, রিমোট কন্ট্রোলড খেলনা বিমান ইত্যাদি উড্ডয়নের নূন্যতম ৪৫ দিন পূর্বে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েবসাইটে দেয়া নির্ধারিত ফরম অনুযায়ী লিখিত পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

তবে ঘুড়ি ওড়ানোর জন্যও অনুমতি নিতে হবে কি-না, এ নির্দেশনায় তা পরিষ্কার করে বলা হয়নি।

আগে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করে পুলিশ

২০১৯ সালের আগস্টে ঢাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ করে পুলিশ। তখন ঢাকায় মেট্রোপলিটন পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিনোদন বা ছবি ধারণের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিভিন্ন ড্রোন উড়িয়ে থাকেন, যা দণ্ডনীয় অপরাধ।

পুলিশের কর্মকর্তারা বলেন, অনুমোদন না নিয়ে ড্রোন ওড়ানোর ফলে জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টিসহ জনমনে ভীতির সঞ্চার হতে পারে। 

উল্লেখ্য, বাংলাদেশে মূলত ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির কাজে ড্রোনের ব্যবহার বাড়ছে।