ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৪৮৭

ঢাকা-৫ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন মনু, নওগাঁ ৬-এ হেলাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৪ ৭ সেপ্টেম্বর ২০২০  

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ঢাকা-৫ আসনে মনোনয়ন পেয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু। আর নওগাঁ ৬-এ মনোনয়ন পেয়েছেন মো. আনোয়ার হোসেন হেলাল।


সোমবার  নিজ বাসায় (ভার্চুয়াল) ব্রিফিংকালে উপনির্বাচনের উল্লেখিত দুই প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর ঢাকা-১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।


ঢাকা-৫ আসনের হাবিবুর রহমান মোল্লা ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা যাওয়ায় আসন দুটি শূন্য হয়। গত ১৭ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে উপনির্বাচনে মনোনয়ন পেতে পাঁচটি সংসদীয় আসনের ১৪১ মনোনয়নপ্রত্যাশী আবেদন করেন। 


নির্বাচন কমিশন জানায়, পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর। ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।