ঢাকা, ০৩ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৮৪

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫৬ ৩ জুন ২০২৪  

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) বিষয়টি নিশ্চিত করেছে।

 

তারা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। বিএমডি'র সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ঢাকা, রাঙামাটি, কুমিল্লা, কক্সবাজার ও খাগড়াছড়ি জেলায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

 

ভূমিকম্পের উৎসস্থল ছিল মিয়ানমারের মাওলাইক এলাকায়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের বিএমডি সিসমিক সেন্টার থেকে ৪৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে। এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।