ঢাকা, ১৮ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ৫ বৈশাখ ১৪৩২
good-food
২৩৯

ঢাকায় ৬৮ শতাংশ রোগীই ডেল্টার ধরনে আক্রান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০৫ ১৮ জুন ২০২১  

 ঢাকা থেকে সংগ্রহ করা ৬০টি নমুনার মধ্যে ৪১টিতেই ভারতীয় ধরনের (ভ্যারিয়েন্ট ডেল্টার) পেয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। যা মোট সংগৃহীত নমুনার ৬৮ শতাংশ।

মে এবং জুন মাসের প্রথম সপ্তাহে এসব নমুনা সংগ্রহ করা হয়।

আইসিডিডিআরবির মিডিয়া ম্যানেজার তারিফুল ইসলাম খান জানান, ঢাকা থেকে সংগ্রহ করা ৬০টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করেছে আইসিডিডিআরবি। এর মধ্যে ৬৮ শতাংশে ভারতীয় ধরন পাওয়া গেছে। ২২ শতাংশ নমুনায় দক্ষিণ আফ্রিকার ধরন (বিটা ভ্যারিয়েন্ট) পাওয়া গেছে। বাকি নমুনাগুলো অন্যান্য ভ্যারিয়েন্টের।

দেশের বিভিন্ন জেলা থেকে করোনার ৫০টি নমুনা পরীক্ষা করে তার মধ্যে ৪০টি ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) পাওয়া গিয়েছিল।

করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের কারণেই ভারতে দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বহু গুণে বেড়েছে। ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ৮ মে দেশে প্রথম ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। কিছুদিন ধরে সারা দেশেই করোনা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর