ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
২৮১

তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:১৯ ৭ ডিসেম্বর ২০২১  

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আগামীকাল (৭ ডিসেম্বর) মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীর নিজ বাসভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। 

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেন ডা. মুরাদ। যা নিয়ে দেশজুড়ে সব মহলে সমালোচনার ঝড় ওঠে। পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, ‘এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আমি রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদকে বার্তাটি পৌঁছে দিয়েছি।’

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নারীবিদ্বেষী মন্তব্য করেন ডা. মুরাদ। ফলে অনলাইন-অফলাইনে ব্যাপক সমালোচিত হন তিনি। এজন্য তাকে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন নারী অধিকারকর্মী, বিএনপি থেকে শুরু করে সরকারদলীয় প্রভাবশালী অনেক নেতা। তবে তাতে কর্ণপাত করেননি তথ্য প্রতিমন্ত্রী। এমনকি অভিযোগ অস্বীকার করেন তিনি।

 

ডা. মুরাদ জামালপুর-৪ আসনের সাংসদ।স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য তিনি।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ সরকার গঠিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন এ রাজনীতিবিদ। পরে ২০১৯ সালের মে’তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন।