ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৪৪

তাপ কমানোর উপায় জানালেন হিট অফিসার বুশরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৪ ৬ জুন ২০২৩  

গরম থেকে দীর্ঘ মেয়াদে সুফল পেতে বৃক্ষরোপণের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন।

 

মঙ্গলবার (০৬ জুন) ডিএনসিসি এলাকায় দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি এ  কথা বলেন।


বুশরা আফরিন বলেন, তাপ কমাতে সব থেকে বড় উপায় গাছ। তবে আরও কিছু পরিকল্পনা নিয়ে শিগগিরই কাজ শুরু করা হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছেন চিফ হিট অফিসার।
 
 
এ কর্মসূচিতে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের আগামী বাজেটে বৃক্ষরোপণ আর রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে।

 

সবুজে বাস, বারো মাস এ স্লোগান নিয়ে উত্তর সিটিতে দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ডিএনসিসিতে দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বৃক্ষরোপণের রোডম্যাপ ঘোষণা করেন।

 

দেশে রেকর্ড ভাঙা দাবদাহে এ নগরে এখনও কোথাও কোথাও প্রশান্তি ছড়ায় সবুজ ছায়া। তাপে পোড়া এ শহরে কোথাও কোথাও স্বস্তি জোগায় চোখ জুড়ায় মন ভোলায় কৃষ্ণচূড়া, জারুল সোনালু।

 

এসব গাছ দিয়ে নগরের সড়ক ডিভাইডার আর ফুটপাত সাজাতে এবারই প্রথম বৃক্ষরোপণের রোডম্যাপ করেছে উত্তর সিটি। যা দীর্ঘ মেয়াদে এ ঢাকাকে দেবে স্বস্তি। মেয়র জানান, শুধু গাছ লাগানোই না তার পরিচর্চাতেও সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে নগর কর্তৃপক্ষ।