ঢাকা, ২৮ মার্চ শুক্রবার, ২০২৫ || ১৪ চৈত্র ১৪৩১
good-food
১৯

তামিমের জন্য প্রার্থনায় শাকিব-অপূর্ব-ফারিয়ারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০২ ২৪ মার্চ ২০২৫  

ডিপিএলের ম্যাচ খেলতে সোমবার (২৪ মার্চ) সকালে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামে তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিয়মানুযায়ী দলের হয়ে টস করতে গিয়েছিলেন অধিনায়ক তামিম। কিন্তু ফিল্ডিংয়ে নামার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ২২ মিনিট ধরে সিপিআর এবং ৩ বার ডি-সি শক দেয়ার পর তাকে রিং পরানোর সুযোগ পাওয়া যায়। এই অবস্থায় তার জন্য প্রার্থনা করছেন শোবিজ তারকারা। 


অসুস্থতার খবর ছড়ানোর পর শাকিব খান নিজের ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’


চিত্রনায়ক আরিফিন শুভ তামিমের সুস্থতা কামনা করে লিখেছেন, ‘হিরোদের ফিরে আসতে হয় আরও শক্তিশালী হয়ে। আপনি সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাহ আল্লাহ। সেই অপেক্ষায়।’


ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো তামিম।’ জিয়াউল হক পলাশও লিখেছেন, ‘সুস্থ হয়ে উঠুক তামিম। আল্লাহ সহায় হোন।’


শবনম ফারিয়া লিখেছেন, ‘তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনা করছি। তোমাকে আমার প্রার্থনায় রাখছি!’ তমা মির্জা লিখেছেন, ‘তামিম ইকবালের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’


চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘আমরা সবাই তামিম ইকবালের জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসুন। তামিম মানেই বাংলাদেশ।’


তামিমের সুস্থতা চেয়েছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। তার একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘গেট ওয়েল সুন ভাই।’
 
 
তামিম প্রসঙ্গে চিকিৎসকরা জানান, ১০০ শতাংশ ব্লক থাকায় আপাতত তামিমকে ঢাকায় নেয়া সম্ভব হবে না। তাই ঢাকা থেকে চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে হার্টে রিং (স্টেন্ট) পরানো হয়েছে। তবে শুরুতে সেই রিং পরানোর উপযুক্ত অবস্থায়ও ছিলেন না তামিম। 

 

তিনি আরো বলেন, আপাতত তামিম হাসপাতাল ছাড়তে পারছেন না। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে এই ক্রিকেটারকে। আর এই ৪৮ ঘণ্টায় তাকে কোথাও স্থানান্তরের সম্ভাবনাও নেই। অর্থাৎ সাভারের কেপিজে হাসপাতালেই থাকবেন তিনি। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর