ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭২৪

তিনদিন টানা বৃষ্টির সম্ভাবনা: বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০২ ২৭ জুন ২০২৩  

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। 
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি তিনদিন অর্থাৎ ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। 
এদিকে লঘুচাপের প্রভাবে রাজধানীতে সোমবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারনে ঘরমুখো মানুষের ভোগান্তি চরমে। সিএনজি, রিক্সা পাঠাও অতিরিক্ত ভাড়া আদায় করছে। 
রাজধানীর আকাশ মেঘলা। দুপুর থেকে বৃষ্টির পরিমান বেড়েছে। বৃষ্টির কারনে গরুর হাটে বাজে অবস্থা। অধিকাংশ বেপারী গরুর জন্য ছাউনির ব্যবস্থা করতে পেরে কান্নাকাটি করছেন। আজকালের মধ্যে গরু বেচতে না পারলে বিপদে পড়তে হবে। 

 তিনদিন ধরে উপকুলীয় এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় ২৯.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে ভোগান্তিতে পড়েছে ন্মিন আয়ের খেটে খাওয়া মানুষ। 
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী অব্যাহত রয়েছে। উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায়র শংকায় পটুয়াখালীর পায়রা বন্দর সহ সব বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।