ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৩৫

তীব্র তাপদাহে ট্রাফিক পুলিশকে স্বস্তিতে রাখতে ‘এসি হেলমেট’

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১৩ ২৯ এপ্রিল ২০২৪  

তীব্র তাপদাহের মধ্যে সড়কে দায়িত্বরত পুলিশকে কিছুটা শীতল ও স্বস্তিতে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতের লখনৌর ট্রাফিক বিভাগ। ‘ঠান্ডা উদ্যোগ’ নামে পরিচিত এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে বেশকিছু ‘এসি হেলমেট’ গেল সপ্তাহে উন্মোচন করা হয়েছে। লখনৌতে প্রথমবারের মতো পরীক্ষামূলক পর্বের অংশ হিসেবে চারটি এসি হেলমেট চালু করা হয়। গত সোমবার (২২ এপ্রিল) হজরতগঞ্জের অটল চক মোড়ে দায়িত্বরত ট্রাফিক কর্মীদের এসব হেলমেট দেয়া হয়।

 

এই হেলমেটগুলোতে একটি স্বচ্ছ প্লাস্টিকের ঢালসহ মাথায় শীতলতা নিশ্চিতে শীতাতপ নিয়ন্ত্রিত এসি ভেন্ট রয়েছে। চোখকে সূর্যের প্রখর আলো ও উত্তাপ থেকে রক্ষা করতে এটি গগলস হিসেবে কাজ করে। হেলমেটটি সংশ্লিষ্ট কর্মকর্তার কোমরে বাঁধা একটি বড় ব্যাটারির সঙ্গে সংযুক্ত থাকে। ব্যাটারির চার্জ ফুরিয়ে এলে উপরে থাকা একটি লাল আলো সতর্ক বার্তা দেবে।

 

এ বিষয়ে লাখনৌ পুলিশের এডিসিপি অজয় কুমার সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘এই প্রকল্প সফল হলে হায়দরাবাদভিত্তিক একটি প্রতিষ্ঠানকে কমপক্ষে পাঁচশ এমন এসি হেলমেট প্রস্তুতের দায়িত্ব দেয়া হবে। এই হেলমেটের ওজন সাধারণ হেলমেটের প্রায় অর্ধেক এবং আমাদের ট্র্যাফিক পুলিশ এটি ব্যবহার ও
পরিধানে স্বস্তির কথা জানিয়েছেন।’

 

তীব্র তাপদাহে পুড়ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ দেশ। ইতোমধ্যে বাংলাদেশ ও ভারতে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও তাপমাত্রা ছড়িয়েছে ৪৪ ডিগ্রি। ভয়াবহ দাবদাহের মধ্যে দায়িত্ব পালন করে যাচ্ছেন নিবেদিত ট্রাফিক পুলিশের সদস্যরা। এতে সারাক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

 

এই অবস্থায় ভারতে চালু হতে যাওয়া এসি হেলমেট অনেকেরই নজর কেড়েছে। বৈরী আবহাওয়া ও তাপদাহের কথা মাথায় রেখে গুজরাট রাজ্যের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের এক ছাত্রের তৈরি এই শীতাতপ নিয়ন্ত্রিত হেলমেট নিয়ে অনেকেই আশার আলো দেখছেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর