ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৩৪৬

তেল দিলে কি চুল পড়া কমে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৩ ২৩ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

প্রতিদিন ধুলো, ময়লা, ঘামের কারণে চুল পড়ার সমস্যায় ভোগেন অনেকেই। আর এই সমস্যা কাটাতে অধিকাংশ মেয়েরা সাহায্য নেন তেলের। কারণ অনেকেই মনে করেন তেল দিলেই চুলের স্বাস্থ্য ভাল থাকে। আবার তেলে বন্ধ করা যাবে চুল পড়া।

তবে সত্যি কি তেল দিলে চুল পড়া কমে? বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা বলেছেন।বিশেষজ্ঞদের মতে, তেল চুলের কন্ডিশনারের কাজ করে ঠিকই কিন্তু তেল দিয়ে চুল পড়া কমে বা চুল গজায় এমন কোনো প্রমাণ নেই।

অন্যদিকে নিউট্রিশনিস্টরা জানান, আমাদের চুলের ১৪টি বিভিন্ন নিউট্রিয়েন্ট প্রয়োজন হয়।যার অধিকাংশই যেমন ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড ও ক্যালসিয়াম আমরা পাই পুষ্টিকর খাবার থেকে।এইসব অভাব হলে চুল পড়ার সমস্যা হয়। হেয়ার এক্সপার্ট বা ট্রাইকোলজিস্টরা ব্লেন, তেল দিলে রুক্ষ চুলে আর্দ্রতা আসে, খুসকির সমস্যা কমে। যার ফলে তেল দিয়ে চুল পড়া কমলেও চুল ভালো রাখতে শুধু চুলের যত্ন নিলে চলবে না। যত্ন নিতে হবে স্বাস্থের। তাই সবচেয়ে আগে প্রয়োজন পুষ্টিকর খাবার খাওয়া।