ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৩৯২

তেলের দাম আরেক দফা বাড়ল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৬ ১০ জুন ২০২২  

মাসের ব্যবধানে আবারো সয়াবিন তেলের দাম প্রতি লিটারে সাত টাকা বাড়িয়েছে সরকার। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা।
 

বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয় এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে ২০৫ টাকায়। আর ৫ লিটারের বোতলের দাম পড়বে খুচরা পর্যায়ে ৯৯৭ টাকা.., যেটি ৯৮৫ টাকায় বিক্রি হচ্ছিল। এ ছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকায় বিক্রি হবে। এই তেল প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল। আর খোলা পাম তেল এখন থেকে প্রতি লিটার ১৫৮ টাকায় বিক্রি হবে।

 

উল্লেখ্য, গত সপ্তাহে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, তেলের দাম আর বাড়বে না।  নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রি করলে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেয়া হবে বলে সেদিন মন্ত্রী হুমকি দিয়েছিলেন।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর