ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬০৯

দাগ পড়া কলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫৮ ১৫ সেপ্টেম্বর ২০২১  

আমাদের ধারণা যে কোনো খাবার বা ফল যদি ফ্রেশ না হয় তাহলে তা মোটেই খাওয়া উচিত নয়। তাই কলা খাওয়ার আগে একটু কালো দাগ দেখা দিলেই আমরা কলা ফেলে দিই। একটু বেশি পেকে গেলেই কেউ আর কলা খেতে চান না। তবে জানেন কি এই পাকা আর কালো দাগ হওয়া কলার কত গুণ রয়েছে? দেখে নিন কী কী উপকারিতা রয়েছে।

 

কোষের ক্ষতি থেকে বাঁচায়

কলার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের কোষগুলোকে রক্ষা করে। যার ফলে অনেক অসুখের আশঙ্কাই কমে যায়।

 

সহজে হজম হয়

একটু বেশি পাকা কলা খুব সহজেই হজম হয়। যারা মনে করেন কলা খেলে অ্যাসিডিটির সম্ভাবনা বাড়ে তারা ভুল জানেন। কারণ বেশি পাকা কলা তুলনায় সবুজ কলা হজম করা কঠিন।

 

ক্যান্সার প্রতিরোধ

কলার গায়ে কালো দাগ দেখলেই আপনি ভাবেন বুঝি পোকা ধরা। কিন্তু না, এই কলাই ক্যান্সার কোষের ধ্বংস করে।

 

প্রাকৃতিক অ্যান্টাসিড

যারা দীর্ঘদিন পেটে গ্যাসের সমস্যায় ভুগছেন তাদের জন্য একটু বেশি পাকা কলা খুবই ভাল। যে কোনো ইনফেকশন, অ্যাসিডিটি থেকে পাকস্থলিকে রক্ষা করে এটি।

 

হার্টের জন্য ভালো

পাকা কলায় পটাশিয়াম, ফাইবার থাকে। যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও লোহা ও তামা থাকায় তা হার্টের রোগ প্রতিরোধে সাহায্য করে আর হিমোগ্লোবিনের সংখ্যা বাড়ে। তাই এবার থেকে কলা অতিরিক্ত পাকা আর কালো দাগ পড়লে না ফেলে খেয়ে ফেলুন।