ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৫৫

দাম কমলো সয়াবিন তেলের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩২ ১১ জুলাই ২০২৩  

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও প্রতি লিটারে ৮ থেকে ১২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। বুধবার থেকেই নতুন এই দর কার্যকর হবে বলে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

 

এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রণালয়ে চিঠি দিয়ে নতুন দরের কথা জানান হয়।

 

সেখানে বলা হয়, ১২ জুলাই থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম খুচরায় ৮ টাকা কমিয়ে সর্বোচ্চ ১৫৯ টাকায় বিক্রি করা হবে। একইভাবে বোতলের সয়াবিন তেল লিটারে ১০ টাকা কমিয়ে সর্বোচ্চ ১৭৯ টাকায় বিক্রি করা হবে। সেই হিসাবে ৫ লিটারের বোতলের সর্বোচ্চ দাম হবে ৮৭৩ টাকা, যা এতোদিন ৯১৬ টাকা ছিল। অর্থাৎ এখানে দাম কমেছে ৪৩ টাকা।

 

খোলা পাম তেলের নতুন দাম হবে প্রতি লিটার ১২৮ টাকা, যা এতোদিন ১৩৩ টাকা নির্ধারিত ছিল। বোতলের পাম তেল এখন থেকে ১৪৮ টাকায় বিক্রি হবে। এখানেও দাম লিটারে ১২ টাকা কমানো হয়েছে। চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার আলোকে দাম কমানো হল।

 

টিসিবির তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকার বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭৫ টাকা, বোতলজাত তেল ১৯০ টাকা, খোলা পাম তেল ১৩০ টাকা এবং ৫ লিটারের বোতল ৮৯০ টাকায় বিক্রি হচ্ছিল। সর্বশেষ গত ১১ জুন সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানো হয়। আর পাম তেলের দাম কমানো হয় ২ টাকা করে।