ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৬২৭

দিল্লিতে ৮৫ বছরে মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৭ ৬ সেপ্টেম্বর ২০২৩  

সেপ্টেম্বরেও পুড়ছে ভারতের রাজধানী’ দিল্লি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। আবহাওয়া অফিস সূত্রে খবর, গত ৮৫ বছরের মধ্যে সেপ্টেম্বরে মাসে উষ্ণতম দিন ছিল সোমবার। যা নিয়ে উদ্বিগ্ন আবহাওয়াবিদরা। কিন্তু এমন পরিস্থিতি কেন হল?

 

সোমবার ভারতের রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৮৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। পরিসংখ্যান বলছে, ১৯৩৮ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস।

 

এর পর দ্বিতীয় স্থানে চলতি বছর। এর কারণ অপর্যাপ্ত বৃষ্টি। যদিও আগস্ট মাসে প্রচুর বৃষ্টি হয়েছে দিল্লিতে। এমনকী বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল রাজধানীর একাংশে। তথাপি ঘাটতি ছিল ৬১ শতাংশ। যা এখনও পর্যন্ত পূরণ হয়নি।

 

আবহাওয়া দপ্তর  জানিয়েছে,চলতি সপ্তাহে আবহাওয়ার খুব বেশি উন্নতি হবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে গড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশপাশে।

 

উল্লেখ্য, দিল্লির পাশাপাশি সোমবার রাজস্থানের একাধিক জায়গায় ৪০ ডিগ্রির কাছাকাছি ছিল তাপমাত্রা। গোটা দেশেই গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।
 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর