ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২৫ পৌষ ১৪৩১
good-food
৪৮৩

দুই সিটিতে জয়ের পথে তাপস আতিকুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০২ ১ ফেব্রুয়ারি ২০২০  

শনিবার রাজধানীর দুই সিটিতে অনুষ্ঠিত নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের দুই প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও  আতিকুল ইসলাম জয়ের পথে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের দুই প্রার্থী বিএনপির প্রার্থীদের চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে আছেন। এর মধ্যে দক্ষিণ সিটিতে ব্যারিস্টার তাপস প্রায় ১ লাখ ৩৬ হাজার ভোটে এগিয়ে আছেন।

দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ফলাফল ঘোষণায় জানান, মোট ১ হাজার ১৫০টি ভোট কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৭১৩টি কেন্দ্রের ফলাফল হয়েছে। নৌকা প্রতীক নিয়ে মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ১৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে ইশরাক হোসেন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৯৭৫ ভোট। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে তাপস ১ লাখ ৩৬ হাজার ভোটে এগিয়ে আছেন।

এদিকে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সাইফুদ্দিন আহমেদ মিলন পেয়েছেন ৩৮৩ ভোট। ডাব প্রতীক নিয়ে আখতারুজ্জামান পেয়েছেন ১২৩ ভোট, বাহরান সুলতান আম প্রতীক নিয়ে পেয়েছেন ২১১ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে মো. আব্দুর রহমান পেয়েছেন ১৫২০ ভোট এবং মাছ প্রতীক নিয়ে আব্দুস সামাদ পেয়েছেন ১০১৪ ভোট।

 ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে  ১ হাজার ৩১৮টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত  ১৪০টির  কেন্দ্রে ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ১৪০টি কেন্দ্রের প্রাপ্ত ফলে আওয়ামী লীগের আতিকুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৭৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৯১০ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফজলে বারী মাসউদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৪৮ ভোট।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, অধিকাংশ ওয়ার্ডেই আওয়ামী লীগের কাউন্সিল প্রার্থীরা বিজয়ী হয়েছেন।