ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯৮১

দেখা মিলল বিরল সাদা পেঙ্গুইনের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৩ ২৬ মার্চ ২০১৯  

পেঙ্গুইন হয় সাধারণত সাদা-কালো। এদের শরীর অত্যন্ত মোলায়েম। হাতের মতো বড় দুটো ডানা নিয়ে বরফের দেশে হাঁটতে দেখা যায় এ মিষ্টি প্রাণিদের। তবে সম্প্রতি পোল্যান্ডের গডনস্ক শহরের একটি চিড়িয়াখানায় দেখা মিলেছে সাদা পেঙ্গুইনের। পেঙ্গুইনটির বয়স ৩ মাস।

গেল ১৪ ডিসেম্বর বেশ কয়েকটি আফ্রিকান ব্ল্যাক-ফুট পেঙ্গুইনের জন্ম হয়েছে ওই চিড়িয়াখানায়। এর মধ্যে একটি ছিল অ্যালবিনো পেঙ্গুইন। তাতে আশ্চর্য হয়েছিলেন কর্তৃপক্ষ।

এতদিন এ সাদা পেঙ্গুইন নিয়ে চুপচাপ ছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কারণ আদৌ সেটি বাঁচবে কি না তা নিয়ে সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে পেঙ্গুইনটির লিঙ্গ নির্ধারণ করতে না পারা পর্যন্ত নামকরণ করা যাচ্ছে না। তা নিয়ে কাজ করছেন সেখানকার কর্মীরা।

সাদা পেঙ্গুইনের দায়িত্বে থাকা কর্মী মিশাল তারগোওস্কি জানালেন, আমার জানামতে, এরকম প্রাণি পৃথিবীতে আর নেই। বাচ্চাটির স্বাস্থ্য বেশ ভালো। এর বাবা-মাও শিশুটির ভালো যত্ন নেয়। দেখাশোনার জন্য একে ৬টি প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনের সঙ্গে রাখা হয়েছে। এর মধ্যে দুজন তারই বাবা-মা। ওই চিড়িয়াখানায় আরও ৭০টি পেঙ্গুইন আছে।

ফিচার বিভাগের পাঠকপ্রিয় খবর