ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৩৯

‘দেখে মনে হয় সহজ, এত ট্রফি জেতা খুব কঠিন’

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:২৩ ১৬ জুলাই ২০২৪  

আর্জেন্টিনা যখন কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা জিতছে তখন অধিনায়কের আর্ম ব্যান্ড তার হাতে। লিওনেল মেসির সঙ্গে চ্যাম্পিয়ন হয়েছেন ডি মারিয়াও। চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন।

 

কোচ লিওনেল স্কালোনির অনুরোধ শোনেননি। কোপা জিতে ডি মারিয়া জানিয়েছেন, এই জয় আগেই লেখা হয়েছিল।তিনি বলেন, ‘এই জয় আগেই লেখা হয়েছিল। আমি স্বপ্ন দেখেছিলাম। দলের সবাইকে সে কথা বলেছিলাম। খুব আনন্দ হচ্ছে।’

 

গত চার বছরে চারটি ট্রফি জিতেছেন ডি মারিয়া। এই সাফল্যের নেপথ্যের পরিশ্রমকে তুলে ধরেছেন তিনি। আর্জেন্টিনার ফুটবলার বলেন, দেখে মনে হয় খুব সহজ। কিন্তু এত ট্রফি জেতা সহজ নয়।

 

ডি মারিয়া বলেন, এই প্রজন্মের কাছে কৃতজ্ঞ। ওরা আমাদের আনন্দ করার এত সুযোগ করে দিয়েছে। আগের প্রজন্মেও ট্রফির যোগ্য ছিল। ওদের সঙ্গে কিছু জিততে পারলে খুব ভালো লাগত।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর