ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৩৩৬

দেলোয়ারদের `বাবা` ডেকেও রক্ষা পাননি সেই নারী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৩ ৭ অক্টোবর ২০২০  

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ভাইরালের ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাক্রমে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার জানা গেল ন্যাক্কারজনক ঘটনার মূলহোতা দেলোয়ার এবং তার বাহিনীর সদস্যদের ‘বাবা’ বলেও ধর্ষণের হাত থেকে রক্ষা পাননি সেই নারী।

 

পুলিশ জানায়, ৩ বছর আগে ভুক্তভোগী গৃহবধূর বিয়ে হয়। তবে কিছুদিন পর স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করেন। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার যোগাযোগ ছিল না। কিন্তু গত ২ সেপ্টেম্বর রাতে সেই নারীর সঙ্গে দেখা করতে আসেন তিনি। স্থানীয় দেলোয়ার বিষয়টি জানতে পারে। পরে এলাকার রহিম, বাদল, কালামসহ অন্য সহযোগীদের নিয়ে গৃহবধূর বাড়িতে যান। সেখানে স্বামীসহ তিনি অনৈতিক কাজ করছেন বলে অভিযোগ করে তারা। 

 

স্বামী-স্ত্রী প্রতিবাদ করলে তাদের ওপর নির্যাতন শুরু করে দেলোয়ার বাহিনী। স্বামীকে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। এতেই ক্ষ্যান্ত হয়নি তারা। গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। সেটি ভাইরাল হলে নেট ব্যবহারকারীদের মনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

 

ভিডিওতে দেখা যায়, ওই গৃহবধূ নিজের সম্ভ্রম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু জোরপূর্বক নির্যাতনকারী কয়েকজন যুবক তার পোশাক কেড়ে নিচ্ছে। তার বিরুদ্ধে আজেবাজে কথা বলছে। এসময় হামলাকারীদের 'বাবা' ডাকেন এবং তাদের পায়ে ধরেন তিনি। এতে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়।

 

এক যুবক কয়েকবার গৃহবধূর মুখমণ্ডলে লাথি মারে এবং পা দিয়ে মুখসহ সমস্ত শরীর মাড়িয়ে দেয়। তার দেহে লাঠি দিয়ে আঘাতও করতে থাকে। কয়েকজন সেই নারীর নগ্ন ছবি ধারণের চেষ্টা চালায়। একজন হাত উঁচিয়ে তাদের উৎসাহ দেয়। আরেকজন তার শরীরের অবশিষ্ট পোশাক টেনে নেয়। এসময় ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে দেবে বলে চিৎকার করে একজন। পরে তা সত্যিই ছেড়ে দেয়।

 

ঘটনাটি নজরে এলে গেল রোববার অভিযান চালিয়ে ২ জনকে আটক করে পুলিশ। পরে রাতেই থানায় পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার নারী।

 

এ ঘটনায় প্রধান আসামিসহ এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেলোয়ারের বিরুদ্ধে অস্ত্র ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। অস্ত্র মামলায় তাকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আর রহিম ও রহমতের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর