ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৬৭৬

দেশ আওয়ামী লীগের তালুকদারিতে পরিণত হয়েছে: রিজভী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৬ ৪ জানুয়ারি ২০১৯  

রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশটা এখন জনগণের নয়, আওয়ামী লীগের একক তালুকদারিতে পরিণত হয়েছে।’
তিনি বলেন, খালেদা জিয়ার ওপর সরকারি জুলুমে জনগণ ক্ষুব্ধ। এই ক্ষোভ সরকার আঁচ করতে না পারলেও তা যে কোনো মুহূর্তে প্রবল ঘূর্ণিতে টর্নেডোর আঘাত হয়ে আসবে, তা সরকার টের পাচ্ছে না।

শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে  এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘দেশি-বিদেশি চক্র মহান জাতীয়তাবাদী নেত্রী খালেদা জিয়ার উত্থান সহ্য করতে পারেনি। স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এই অতন্ত্র প্রহরীকে পর্যুদস্থ করার জন্য চক্রান্তকারীরা জাল বুনতে থাকে। ভোটারশূন্য নির্বাচনে বিদেশি মদদপুষ্ট ফ্যাসিবাদী শক্তি গণতন্ত্রকে দাফন করতে বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে জুলুমের পর জুলুম চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, ‘কারাবিধি অনুযায়ী ৭ দিন পরপর খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাতের কথা। কিন্তু, কারা কর্তৃপক্ষ শুধুমাত্র তার জন্য এই বিধি ১৫ দিন পরপর করেছে। এবার ২০/২১ দিন অতিবাহিত হলেও দেখা করতে দেয়া হয়নি। নানা ফন্দি-ফিকির করা হচ্ছে।’

রিজভী অভিযোগ করেন, দলের সিনিয়র নেতা ও ব্যক্তিগত চিকিৎসকরা বিগত চার মাস খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারছেন না।

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে মহাজালিয়াতির নির্বাচনের পর অবৈধ শাসকগোষ্ঠী আরও বেশি নিষ্ঠুর, বেপরোয়া হয়ে উঠেছে। মিথ্যা জয়ের গরিমায় ধরাকে তারা সরা জ্ঞান না করার পর্যায়ে পৌঁছে গেছে।’