ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৪১৯

দেশে ফিরলেন ডা. মুরাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪২ ১২ ডিসেম্বর ২০২১  

কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়েও ব্যর্থ হয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশে ফিরেছেন। রোববার (১২ ডিসেম্বর) বিকেলে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

 

এর আগে কানাডায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ডা. মুরাদ। এরপর সেখান থেকে দুবাইগামী একটি ফ্লাইটে তাকে তুলে দেওয়া হয়। পরে দুবাইয়ে ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নেন তিনি। তার দেশে ফেরার খবরে এদিন সকালে  শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকরা ভিড় করেন। তবে ওই নির্ধারিত ফ্লাইটে আসেননি এ সাংসদ।  

 

শুক্রবার (১০ ডিসেম্বর) ডা. মুরাদ কানাডার বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। ওই দিন দুপুর দেড়টায় টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। যেখানে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।

 

পরে জানানো হয়, তার সেদেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর এ রাজনীতিককে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।