ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৫৮

দেশে বিদ্যুৎ উৎপাদনে ভাঙলো ৫৩ বছরের রেকর্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:১৯ ১৮ এপ্রিল ২০২৩  

দেশে বিদ্যুৎ উৎপাদনে ইতিহাস সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) রাত ৯টায় ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট তা উৎপাদন হয়েছে। এতে দেশের ৫৩ বছরের ইতিহাসে আগের সব রেকর্ড ভেঙে গেছে।

 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এ তথ্য নিশ্চিত করেছে। 

 

এর আগে গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টায় ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। দেশের ইতিহাসে যা ছিল সর্বোচ্চ। ৫ দিন পরই সেই রেকর্ড ভেঙে গেলো। 

 

এরও আগে গত ১২ এপ্রিল রাতে বিদ্যুৎ উৎপাদন হয় ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। আর ১১ এপ্রিল হয় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট।

 

এ নিয়ে চতুর্থবার বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হলো। বর্তমানে দেশে উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৭০০ মেগাওয়াট।

 

পিডিবি সূত্র জানিয়েছে, পবিত্র  রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সেই সঙ্গে সরবরাহ স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করা হচ্চে। ফলে এ জ্বালানি উৎপাদনের রেকর্ড সৃষ্টি হয়েছে।