ঢাকা, ২৯ জানুয়ারি বুধবার, ২০২৫ || ১৬ মাঘ ১৪৩১
good-food
১১৬

দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৪:৫১ ২০ অক্টোবর ২০২৪  

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬১৩ টাকা বা‌ড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

 

এর আগে গত ২৮ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম কমানো হয় ভরিতে সর্বোচ্চ এক হাজার ২৬০ টাকা। তবে ওই মাসে টানা চার দফা সোনার দাম বাড়ানো হয়।