ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৫২

দেশের রিজার্ভ আরও কমলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:২৫ ১১ জানুয়ারি ২০২৩  

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে। ৪ দিন আগেও যা ছিল সাড়ে ৩৩ বিলিয়নের ওপরে। সোমবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিটের ( আকু) ১১২ কোটি ডলারের বিল পরিশোধ করায় রিজার্ভ কমে যায়। সামনে যা আরও কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

গেলো এক বছরের বেশি সময় ধরেই কমছে দেশের বৈদেশিক মুদ্রার মজুত। ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল রিজার্ভ। সেসময় করোনা মহামারিতে আমদানি কমেছিল। তবে রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি ছিল। ফলে বিদেশি মুদ্রার সঞ্চায়ন বৃদ্ধি পায়।

 

কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের সরবরাহ ব্যাহত হয়। এতে আমদানি ব্যয় বেড়ে যায়। পাশাপাশি রপ্তানি কমে। অধিকন্তু রেমিট্যান্স প্রত্যাশা অনুযায়ী না আসায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমতেই থাকে।  

 

ধীরে ধীরে পরিস্থিতি নাজুক হয়। সেই সঙ্গে দেশীয় বাজারে ডলারের দরের অস্থিতিশীলতাও এর পেছনে বড় কারণ। যদিও চলতি মাসেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেছিল সরকার।